পিকনিকের সময়ও (নভেম্বর – মার্চ ) সাধারন দর্শনার্থীরা ২০০ টাকা টিকেট কেটে ভিতরে ঢুকে শুধু মাত্র ঘুরে দেখতে পারবেন। তবে ভিতরে কোন প্রকার খাবার নিয়ে যেতে পারবেন না। রান্না করতে পারবেন না, খেলা ধুলা করতে পারবেন না। সাধারণত ১০ জনের বড় কোন গ্রুপ হলে আগে থেকে ফোন (০১৯১১৯২০৬৬৬)করে আসতে হবে অথবা পিকনিক পার্টির দুপুরের খাবারের পর ঢুকতে হবে কেননা পিকনিকের সময়টা শুধু মাত্র পিকনিক পার্টিকেই বেশী প্রাধান্য দেয়া হয় ।
1
Comment On পিকনিকের সময় কি সাধারন দর্শনার্থীরা ঢুকতে পারে?
Dr Sabbir
ভিতরর খাবার কিনে নেওয়া যাবে না?