নকিপুর জমিদার বাড়ি

নকিপুর জমিদার বাড়ি

Khulna Satkhira

0 Reviews

নকিপুর জমিদার বাড়ি বাংলাদেশ এর সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। যা স্থানীয়দের কাছে রায় চৌধুরীর বাড়ি, জমিদার হরিচরণ রায়ের বাড়ি ও শ্যামপুর  জমিদার বাড়ি নামে পরিচিত। প্রায় ১৮০০ শতকের মাঝামাঝি সময়ে জমিদার হরিচরণ রায় চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তিনি এই এলাকার একজন প্রতাপশালী জমিদার ছিলেন। এই বাড়িতে প্রতিবছর দুর্গা পূজা হতো। যার জন্য বিশেষভাবে একটা পাকা প্যান্ডেল তৈরি করা ছিল। জমিদার হরিচরণ রায় ধনী হওয়ার পেছনে লোকমুখে প্রচলিত রয়েছে তার মা ঘুমের মধ্য স্বপ্নে বস্তা বস্তা টাকা বা গুপ্তধনের সন্ধান পেতেন। আর এই থেকেই হরিচরণ অনেক ধন-সম্পত্তির মালিক হন। তখন থেকে সূর্যাস্ত আইনের মাধ্যমে নিলামে উঠা চৌহার্দিগুলো তিনি কিনে নিতেন। যার ফলস্বরূপ পরবর্তীতে তিনি একজন স্বতন্ত্র জমিদার হয়ে উঠেন ।


ইতিহাস মতে, জমিদার রায়বাহাদুর হরিচরণ রায় চৌধুরীর মায়ের নাম নিস্তারিণী। তিনি স্বপ্নযোগে পেতেন সম্পদ, এমন প্রবাদ এখনো প্রচলিত আছে এলাকায়। এই পরিবারের বিষয়-সম্পত্তির পরিমাণ ছিল দুই লক্ষ একর। এ সমস্ত জমির কর-খাজনা আদায় করতে ভারতের হিঙ্গলগঞ্জ থানা আর কালীগঞ্জ-শ্যামনগর উপজেলার সাতশ’টি কাছারিতে থাকতেন নায়েব-গোমস্তারা। কিন্তু ১৯১৫ সালে তিনি মারা যান। তারপর তার জমিদারীর ভার পড়ে দুই ছেলের ওপর। তারাও বজায় রাখে বংশের আভিজাত্য। তবে ইংরেজি ১৯৩৭ ও ১৯৪৯ সালে দুই ছেলে মারা যায়। এরপর ১৯৫০ সালে জমিদারী প্রথার অবসান ঘটে। তখন জমিদার বংশধর তাদের সম্পত্তি রেখে ভারতে পাড়ি জামান। সেই থেকে পড়ে আছে জমিদার বাড়িটি।