নুহাশ পল্লীর ভিতরে অনেক অন্তরনিহিত সৌন্দর্য আছে, যেগুলো হুমায়ূন আহমেদ নিজে তাঁর প্রিয়জনদের ঘুরে ঘুরে দেখাতেন এবং ঘটনা বর্ণনা করতেন। দর্শনার্থীদের সেই সব অন্তরনিহিত সৌন্দর্য গুলো ঘুরে ঘুরে দেখানোর জন্যই ভ্রমনবিলাস-এর সাপ্তাহিক ও প্রতিদিনের এই ডে-ট্যুর এর আয়োজন। নুহাশ পল্লীর সঙ্গে থাকছে বঙ্গবন্ধু সাফারি পার্ক দেখার সুযোগ।