চিত্রা রিসোর্ট

চিত্রা রিসোর্ট

Khulna Narail

0 Reviews

নড়াইল শহরের চিত্রা নদীর তীরে অবস্থিত ।সৌন্দর্য এবং বৈশিষ্টের স্বকীয়তার জন্য এই পার্কটিতে প্রতিদিন শত শত বিনোদনপ্রেমী দর্শনার্থীদের সমাগম ঘটে। ।প্রায় সাত বিঘা জমির উপর নির্মিত চিত্রা রিসোর্টে রয়েছে বিভিন্ন আকর্ষনীয় রাইড, পৃথিবী বিখ্যাত চিত্রশিল্পীদের ছবির গ্যালারী, শিশুপার্ক, ক্যাফে, সেমিনার হল, কটেজ, বনভোজন এবং বারবিকিউ-এর ব্যবস্থা। অন্যান্য বিনোদন আয়োজনের মধ্যে বিলিয়ার্ড, বাস্কেট বল, বোট রাইডিং, দোলনা, মিনি ট্রেন উল্লেখযোগ্য। এছাড়া এখানে আগত দর্শনার্থীরা চাইলে চিত্রা নদীতে নৌ-ভ্রমণ করতে পারেন।

Instruction

নড়াইল কিভাবে যাবেন ঃ

ঢাকা থেকে সড়ক পথে নড়াইলের দূরত্ব ৩১০ কিলোমিটার। ঢাকা থেকে আরিচা ফেরী পার হয়ে নড়াইল সদরে যেতে হয়। ঢাকার গাবতলী থেকে হানিফ এন্টারপ্রাইজ, ঈগল পরিবহন, সাদ সুপার, ডিলাক্স পরিবহন ইত্যাদি বাস নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব বাসের জনপ্রতি ভাড়া ৬৫০ থেকে ৭০০ টাকা। নড়াইল জেলা শহর থেকে রিকশা বা অটোরিকশা ভাড়া করে চিত্রা রিসোর্টে যাওয়া যায়।