বাগেরহাট জাদুঘর

বাগেরহাট জাদুঘর

Khulna Bagerhat

0 Reviews

বাগেরহাট জাদুঘর বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত। ১৯৭৩ সালে সরকার পঞ্চদশ শতকে গড়ে ওঠা খলিফাতাবাদ শহরের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ ও উপস্থাপনের জন্য আন্তর্জাতিক আবেদন জানায়। এরই প্রেক্ষিতে ইউনেস্কো- বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে সংরক্ষণ ও সংস্কার প্রকল্পের আওতায় ১৯৯৫ সালে ৫২০ বর্গমিটার এলাকা নিয়ে একটি জাদুঘর নির্মিত হয় ।


Instruction

কীভাবে যাবেন  ?? ঢাকা থেকে বাস ও ট্রেনে বাগেরহাটে যাওয়া যায়। বাসে চড়ে বাগেরহাট যাওয়ার দুইটি রুট রয়েছে। মানিকগঞ্জের আরিচা ফেরিঘাট এবং ঢাকার গুলিস্থান বা সায়েদাবাদ থেকে মাওয়া ফেরিঘাট হয়ে মেঘনা, শাকুরা, পর্যটক, হানিফ, সোহাগ ও ঈগল পরিবহণের বাসে চড়ে বাগেরহাট যেতে পারবেন। বাস ভেদে ভাড়া লাগবে ৫০০-১২০০ টাকা। আবার ঢাকার কমলাপুর থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস, চিত্রা, রূপসা বা সুন্দরবন এক্সপ্রেসে খুলনা হয়ে বাগেরহাট যাওয়া যায়। বাগেরহাট পৌঁছে অটো রিকশা বা লোকাল বাসে ৫.৪ কিলোমিটার দূরে অবস্থিত বাগেরহাট জাদুঘরে যেতে পারবেন।


কোথায় থাকবেন ?? বাগেরহাট শহরের বিভিন্ন আবাসিক হোটেলের মধ্যে মমতাজ হোটেল, হোটেল মোহনা, হোটেল আল আমিন, রেসিডেন্সিয়াল হোটেল, হোটেল অভি, হোটেল ফুয়াদ আবাসিক, জারিফ আবাসিক ও হোটেল ধানসিঁড়ি উল্লেখযোগ্য। এছাড়া সার্কিট হাউজ, ডাক বাংলো, ষাট গম্বুজ প্রত্নতত্ব গেস্ট হাউজ ও সুন্দরবন রিসোর্টে রাত্রিযাপনের সুযোগ রয়েছে।


গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ও শীতকালে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাগেরহাট জাদুঘর খোলা থাকে। আর প্রতিদিন দুপুর ১ টা থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত সাময়িক বিরতিতে জাদুঘর বন্ধ থাকে। সপ্তাহের রবিবার পূর্ণ দিবস এবং প্রতি সোমবার বেলা অর্ধ দিবসের জন্য জাদুঘর বন্ধ থাকে। বাগেরহাট জাদুঘরে প্রবেশ টিকেটের মূল্য ১৫ টাকা। তবে ৫ বছরের কম বয়সী বাচ্চারা বিনামূল্যে প্রবেশ করতে পাড়ে। সার্কভুক্ত বিদেশী দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি ৫০ টাকা এবং অন্যান্য সকল বিদেশী দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি ১০০ টাকা।