দত্তনগর কৃষি খামার

দত্তনগর কৃষি খামার

Khulna Jhenaidah

0 Reviews

এশিয়া মহাদেশের বৃহত্তম বীজ উৎপাদন খামারটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত। তিন হাজার একর জমির উপর এ খামারটি প্রতিষ্ঠিত। ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগরের হেমেন্দ্র নাথ দত্তের সবজি খামারটি এশিয়ার বৃহৎ কৃষি খামারগুলোর অন্যতম। আজ থেকে ৬৭ বছর আগে কলকাতার বিশিষ্ট ঠিকাদার হেমেন্দ্র নাথ দত্ত এ বিশাল কৃষি খামার স্থাপন করেন।খামারের কলেবরও বৃদ্ধি করেন। দত্তনগর এ বিশাল খামারের আওতায় ৫টি ফার্ম আছে।সেগুলো হচ্ছে গোকুলনগর, পাতিলা, মথুরা, খড়িঞ্চা এবং কুশডাঙ্গা।

Instruction

কিভাবে যাবেন ঃ মহেশপুর, ঝিনাইদহ ঝিনাইদহ হতে স্থানটির দুরত্ব ৪৮-৫০ কিঃ মিঃ। ঝিনাইদহ হতে বাসযোগে সড়কপথে কালীগঞ্জ । এরপর কালীগঞ্জ হতে বাসযোগে জীবণনগর গিয়ে সেখান থেকে বাসযোগে দত্ত্বনগর যেতে হবে। 



কোথায় থাকবেন : এখানে থাকার তেমন কোন জায়গা নেই , ঝিনাইদহ জেলা  শহরে বিভিন্ন রিসোর্ট আছে আপনি সেখানে থাকতে  পারবেন যেমন  ঃ Hotel Jhinuk Residential, Hotel Radiation Jhenaidah Hotel & Resorts ইত্যাদি রিসোর্টে  ।এছাড়া আরও বিভিন্ন হোটেল রয়েছে জেলা শহরে যেগুলো রিসোর্টের রুম  আপনি আমাদের সাইট থেকেই বুক করতে পারবেন ।