মধুটিলা ইকোপার্কঃ

মধুটিলা ইকোপার্কঃ

Mymensingh Sherpur

0 Reviews

Overview

মধুটিলা ইকোপার্কঃ
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের মধুটিলা ফরেষ্ট রেঞ্জের ৩৮৪ একর বনভূমি জুড়ে এই ইকোপার্কটি অবস্থিত। নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ভারত সীমানার কোলঘেঁষে সমুচ্চ মৌজায় প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য লীলাভূমি মধূটিলা ফরেষ্ট রেঞ্জ। এখানের প্রাকৃতিক ও কৃত্রিম বিভিন্ন প্রজাতির গাছগাছালির ছায়াডাকা, পাখিডাকা নয়নাভিরাম সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। ইকোপার্কজুড়ে রয়েছে কুমির, বাঘ, হরিণ, সিংহ, মৎস্য কুমারী, সাপ, ব্যাঙসহ নানা ভাষ্কর্য। রয়েছে সাইটভিউ টাওয়ার, লেক, প্যাডেল বোট, ষ্টার ব্রিজ, শিশুপার্কসহ নানা স্থাপনা।