শিশু মেলা শ্যামলী

শিশু মেলা শ্যামলী

Dhaka Dhaka

0 Reviews

গ্রীষ্মকালীন সময়সূচী : ১ মার্চ থেকে ৩১ অক্টোবর ।

সকাল ১০ টা  থেকে রাত্রি ৯:৩০ মিনিট

শুক্রবার ১০ টা থেকে রাত্রি ৯:৩০ মিনিট

শীতকালীন সময়সূচী : ১লা নভেম্বর থেকে ২১ ফেব্রুয়ারী 

সকাল ১০ টা থেকে রাত্রি ৮:৩০ মিনিট

শুক্রবার ১০ টা থেকে রাত্রি ৮:৩০ মিনিট ।

 

টিকিট :

শিশু মেলায় প্রত্যেক জনের জন্য প্রবেশ মূল্য ৬০ টাকা । ২ বছরের উপরের প্রত্যেক শিশু সহ বুড়া-বুড়ি পর্যন্ত প্রত্যেকের টিকিট লাগবে প্রবেশ করতে ।

রাইডস টিকিট কাউন্টার :

শিশু মেলার পশ্চিম পাশে ও উত্তর পাশে উভয় পাশেই টিকিট কাউন্টার ও প্রবেশ গেট রয়েছে । এবং প্রবেশের পর ঐ টিকেট কাউন্টার ২টির ভিতরের অংশে রয়েছে রাইডস-এর টিকিট কাউন্টার ।

প্রবেশের পর রাইডস-এ উঠতে বা চড়তে আলাদা টিকিট লাগবে । মোট ২০(বিশ) টি রাইডস আছে । প্রত্যেকটির জন্য ৫০ টাকা টিকিট । ২০ টিতেই উঠতে চাইলে প্রত্যেক শিশুর জন্য ১০০০ (এক হাজার) টাকা লাগবে । সব রাইডস-এই বয়স্ক বা শিশুর পাশাপাশি উঠতে পারবেন না কিছু রাইডস-এ উঠতে পারবেন । শিশু মেলায় রাইডস ২০ টি রাইডস-এর তালিকা :

১. কিডিরাইডস্ গেমস্ প্রতি            

২. মেরী গো রাউন্ড      

৩. চুক ‍চুক ট্রেন          

৪. হ্যানি সুইং           

৫. সোয়ান অ্যাডভেনচার       

৬. প্যারাট্রুপার              

৭. মিনি ট্রেন             

৮. টোয়িস্ট            

৯. ব্যাটারী কার           

১০. পেন্ডুলাম             

১১. ভিডিও গেমস্           

১২. হেলিকপ্টার কর্ণার  

১৩. বাউন্সী ক্যাসল            

১৪. ভাইকিং বোট            

১৫. ড্রাগন রোলার কোষ্টার        

১৬. স্পেইস শাটল          

১৭. ওয়ান্ডার হু্ইল            

১৮. 3D গ্যালারী           

১৯. 3D অ্যাডভেনচার            

২০. বাম্পার কার (জনপ্রতি ২(দুই টিকিট) ১০০ টাকা) 

প্রত্যেক রাইডস-এই ১ বা ২ জন করে কাজ করার জন্য বা রাইডস পরিচালনা করার জন্য দায়িত্বরত লোক রয়েছে ।

 


শিশু মেলার ভিতরে খাবারের জন্য বা স্নাক্স-এর জন্য অনেকগুলি (প্রায় ১০টি) দোকান রয়েছে । খাবারের মূল্য ও খাবার তালিকা দেখে নিয়ে আপনারা খাবেন ।

 

Warning

শিশু ও নিরাপত্তা :

বয়স ভেদে শিশুকে রাইডস-এ উঠানো উঠিত । কম বয়সের শিশুকে কিছু কিছু রাইডস-এ উঠানো ঠিক হবেনা শিশুর নিরাপত্তার জন্য ।শিশুর সাথে যারা যাবেন তারা শিশুর প্রতি খুবই সতর্ক দৃষ্টি রাখতে হবে । প্রত্যেকটি রাইডস-এ চড়ার পর খেয়াল রাখতে হবে যে হাত ছেড়ে দিয়েছে কিনা ? বসতে অসুবিধা হচ্ছে কিনা? ভয় পাচ্ছে কিনা ? এসব বিষয়ে ।