সুলতানপুর শাহী মসজিদ

সুলতানপুর শাহী মসজিদ

Dhaka Gazipur

0 Reviews

সুলতানপুর দরগাপাড়া শাহি জামে মসজিদ এটি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী মসজিদ এটি অত্র কয়েক জেলার মধে খুব সুন্দর একটি মসজিদ। কথিত আছে এটাতে কোন মানত করলে তা অতি তাড়াতাড়ি সুফল পাউয়া যায়। এখানে প্রতি শুক্রবার ১০ থেকে ১৫ হাজার লোকের সমাগম ঘটে।


এই মসজিদ টি মুলত মানষের তেরী কোন মসজিদ না।এটি মাটির নিচ থেকে আল্লাহর কুদরতে গড়ে উঠেছে।লোকজন এই মসজিদটির নাম লোকেরা বলে সুলতানপুর শাহী মসজীদ আবার কউ কউ বলে গাইবী মসজিদ।কোন মানুষ যদি কোন খাশ নিয়ত করে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তার মনের মকসুদ পুর্ন করে। প্রতি শুক্রবার অনেক দুর দুরান্ত থেকে মানুষ এখানে নামাজ পড়তে আসে।এটা প্রথমে মাটির ছিল তারপর এলাকার লোকজন এমন কি যারার মসজিদে নামাজ পরতে আসে তাদের সাহায্যে ও সহযোগিতায় এখন এটি দুই তলা ভবন এবং একটি একতলা এতিম কানা মাদ্রাসা আছে।

Instruction

যাওয়ার ঊপায় ঃ কাপাসিয়া থেকে বাসে করে প্রথমে টোকে বাজারে আসতে হয়।তারপর সেখান থেকে রিকশা অথবা টেম্পু করে এককিলোমিটার যেতে হয়।