কবি ফররুখ আহমদের বাড়ি
ফররুখ আহমদ জন্ম নেন ও দীর্ঘকাল বসত করেন বাড়িটিতে।সেখানে স্থাপিত হয়েছে ফররুখ আহমদ স্মৃতি সংসদ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাড়িটির প্রবেশমুখে কবির পুরনো বসতঘর। এ ঘরে বসবাস করতেন তিনি। পাশেই উত্তর দিকের প্রবেশমুখের ডানদিকে কবির কবরস্থান। পেছনে কবির স্মৃতি সংসদের নির্মাণাধীন ভবন। সারা বাড়িজুড়ে কবির অশরীরি উপস্থিতি। সবখানেই যেন তিনি আছেন, আছে তার কালজয়ী কবিসত্তার প্রবল উপস্থিতিও।
Instruction
কিভাবে যাবেন ঃ মাগুরা শহর থেকে ১২ কিমি উত্তর-পূর্বে শ্রীপুর উপজেলার গড়াই নদীর পাড়ে
কোথায় থাকবেন ঃ এই ঊপজেলায় তেমন কোন রিসোর্ট নেই তঁবে জেলা শহরে কিছু হোটেল বা রিসোর্ট আছে আপনি সেখানে থাকতে পারবেন । রিসোর্টগুলোর ইনফরমেশন আমাদের এই সাইটেই পাবেন এবং এখান থেকেই রুম বুকিং করতে পারবেন ।