কুয়াকাটা সমুদ্র সৈকত :
দেশের সর্ব দক্ষিণে পটুয়াখালী জেলায় কলাপাড়া উপজেলায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত অন্যতম পর্যটন কেন্দ্র। ১৮ কিঃমিঃ দীর্ঘ এই সমুদ্র সৈকতের পূর্ব ও পশ্চিম প্রান্তে বিশাল সংরক্ষিত বনাঞ্চল, উত্তরে কলাপাড়া জনপদ, দক্ষিণে বঙ্গোপসাগর। এই সীমাপরিবেষ্ঠিত কুয়াকাটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক অনুপম লীলাভূমি। সুবিস্তৃত সৈকত আর বালিয়াড়ির বুকে দাঁড়িয়ে একমাত্র কুয়াকাটা থেকেই সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়। মূলত এসবের আকর্ষণেই প্রতিবছর দেশবিদেশের অগণিত পর্যটক আগমন করে থাকেন সাগরকন্যা কুয়াকাটায়।