চৌগাছা কুঠিবাড়ী
যশোরের অন্তর্গত চৌগাছা গ্রামে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস বাস করিতেন। তাঁহারা পূর্বে নীলকুটির দেওয়ান ছিলেন। নীলবিদ্রোহ এই চৌগাছা হতে সর্বপ্রথম জ্বলে উঠেছিল। প্রজার “যোট” ভাঙ্গিবার জন্য নীলকরেরা আগে গেলে, বিশ্বসেরা বরিশাল হতে লাঠিয়াল আসে। নীলকরের হাজার লোক এসে চৌগাছা গ্রাম সহসা আক্রমণ করে অনেক রক্তপাত ঘটে। গ্রামের মানুষ রাত্রির অন্ধকারে গ্রাম হতে গ্রামান্তরে ঘুরতো। তবে কোন নীল বুনেনি। এক সময় অসহায় গ্রামবাসী সর্বস্বান্ত হয়ে পড়ে। প্রথম নীল-বিদ্রোহের এই চৌগাছাতে এখনও কুটিবাড়ী গুলো খাড়া আছে।