টাংগুয়ার হাওরঃ
টাংগুয়ার হাওরঃ
সুনামগঞ্জ শহর থেকে আনুমানিক ৪০ কি.মি. দূরে খাসিয়া-জৈন্তা এবং ভারতের মেঘালয় পাহাড়ি কোল ঘেঁষে এর অবস্থান। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলাধীন ১০টি মৌজা নিয়ে বিস্তৃত একটি হাওর। মৌজাগুলো হলো - জগদীশপুর, ভবানীপুর, লামাগাঁও, রামসিংহপুর, মহজমপুর, মেইন দাগ, মায়াজুরি, ভাঙ্গাচরা পূর্ব, নোয়াগাঁও এবং টাঙ্গুয়ার হাওর। এই হাওরটিতে ছোট বড় ১২০টি বিল রয়েছে। এটি দেশের মৎস্য সম্পদের একটি অন্যতম উৎস। হাওরটি খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় খুব সহজেই ঘূর্ণিঝড় এখানে আঘাত হানে। টাঙ্গুয়ার হাওরের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের সহজেই আকৃষ্ট করে। সুনামগঞ্জের অন্যান্য হাওরের মধ্যে সদরে দেয়ার, নলুয়া, ধানকুনিয়া, দিরাই ও শল্লা’র প্রাকৃতিক দৃশ্য বেশ মনোরম।