পীরপুকুর মসজিদ
যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশেই পীরপুকুর ঢিবির অবস্থান। ১৯৯৩ সালে ঢিবিটি খনন করে আবিস্কার করা হয় একটি মসজিদের ধ্বংসাবশেষ। যা পীরপুকুর মসজিদ নামেই পরিচিতি পায়। মসজিদটির স্থাপত্য দেখে ধারনা করা হয় এটি ১৫ গম্বুজের মসজিদ মসজিদের ইটের প্লারগুলো বর্গাকার এবং কোনা গুলো গোল করা। মসজিদের ভিতর দিকের দেয়ালগুলিতে প্রলম্বিত বর্গাকৃতি ১২ টি স্তম্ভ রয়েছে। মসজিদের উত্তর পশ্চিম কোন অত্যন্ত আকর্ষনীয়। উত্তর দিকের দুইটি খিলামযুক্ত প্রবেশ পথের মধ্যে একটি ধ্বংস হয়ে গেছে এবং অপরটি এখনো ভাল রয়েছে। দিগন্ত রেখাকৃতি প্রবেশপথ ও কেন্দ্রিয় মেহরাবের মধ্যে ১০ ধাপ সিড়ি যুক্ত আরো একটি অদ্ভুতাকৃতির স্থাপনা আছে। এটি ১.৮৩ মিটার উচ্চতা সম্পন্ন। সিড়ির নিচে একটি সুড়ঙ্গ আছে। তবে সুড়ঙ্গটি ঠিক কোথায় গিয়ে পেঁŠছেছে তা আজও অনাবিস্কৃত রয়েছে। স্থাপনাটিতে চুনের মর্টার, চুনের প্লাস্টার দেখতে পাওয়া যায়। ইটের আকার রয়েছে হরেক রকম। জালানাগুলি দক্ষিনে অবস্থিত। সামান্য মাত্রায় ত্রিকোনাকৃতির নকশা দ্বারা গঠিত। মসজিদের পাশে দুইটি কবরস্থানের সন্ধান মেলে। খনন কার্য পরিচালনার সময় অসংখ্যা নরকঙ্কল দেখতে পাওয়া যায়।