সুলতান কমপ্লেক্স

সুলতান কমপ্লেক্স

Khulna Narail

0 Reviews

ঢাকা থেকে মাত্র ৫-৬ ঘণ্টার দুরুত্বে মধুমতী নদী অববাহিকায় অবস্থিত নড়াইল জেলা। আর এই নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের বাড়িতে গড়ে তোলা হয়েছে ‘সুলতান কমপ্লেক্স’। চিত্রশিল্পী এসএম সুলতানের স্মৃতিকে সংরক্ষণ করার চেষ্টা করা হয়েছে মূলত এই কমপ্লেক্সে। চিত্রা নদীর পাড়ে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকার মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই কমপ্লেক্স

নড়াইল জেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে মাছিমদিয়া গ্রামে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে সুলতান কমপ্লেক্স (S M Sultan Complex) নির্মাণ করা হয়েছে। ২০০৩ সালে চিত্রা নদীর মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রায় ২৭ একর জায়গা জুড়ে বিস্তৃত সুলতান কমপ্লেক্সের চারপাশ দুর্লভ প্রজাতির বিভিন্ন সবুজ বৃক্ষে ঢাকা। অজশ্র পাখির কলতান মুখর করে রাখে এই কমপ্লেক্সের সবুজ প্রকৃতির মাঝে শায়িত এস এম সুলতানের সমাধিস্থল। সুলতান কমপ্লেক্সের দ্বিতল আধুনিক ফটোগ্যালারিতে শিল্পীর চিত্রকর্ম ও ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রায় ৩৮ ফুট লম্বা আর্ট গ্যালারীতে সভ্যতার ক্রমবিকাশ, ধান মাড়াই, জমি কর্ষণ, গাঁতা চাষ সহ মোট ২৩টি ছবি রয়েছে। এস এম সুলতান শিশুদের ছবি আঁকা শিখানোর জন্য নদীতে বজরা নামের একটি “শিশু স্বর্গ” তৈরি করেছিলেন। বর্তমানে কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অবস্থিত শিশুস্বর্গে বাচ্চাদের ছবি আঁকা শেখানো হয়।

Instruction

কিভাবে যাবেন ঃ ঢাকার গাবতলি, সায়েদাবাদ কিংবা মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন পরিবহণের বাস পাটুরিয়া- দৌলতদিয়া ফেরিঘাট অথাবা মাওয়া ঘাট হয়ে নড়াইলের উদ্দেশ্যে যাতায়াত করে। নড়াইল জেলা শহর পৌঁছে রিকশা, ইজিবাইক বা সিএনজি নিয়ে সুলতান কমপ্লেক্সে যেতে পারবেন।